Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

০১। পল্লী বসবাসরত দারিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষে শ্রেণী ও পেশা ভিত্তিক সংগঠন তৈরীতে সহযোগিতা প্রদান।

 

০২। উপকারভোগী সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে উপজেলায় বাস্তবায়নাধীন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যাবতীয় প্রকল্প/কর্মসূচী বাস্তবায়ন।

 

০৩। দারিদ্র জনগোষ্ঠীর স্বনির্ভরতা অর্জনের লক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাধ্যমে নিজস্ব পুজি গঠনে সুযোগ করে দেওয়া।

 

০৪। উৎপাদন মুখি ও অায় বৃদ্ধমূলক কর্মকান্ড বাস্তবায়নকল্পে সমিতির মাধ্যমে ঋণ বিতরণ ও আদায় কাযর্ক্রম পরিচালনা।

 

০৫। উপকারভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন।

 

০৬। সমবায়ীদের উৎপাদিত পন্যের বাজার জাত করণের সুযোগ সৃষ্টি ও ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা ।

 

০৭। নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্বের বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ ও যৌতুক প্রথা নিমূলে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা ।

 

০৮। সদস্যদের  বয়স্ক শিক্ষা, স্বাস্হ্য , পুষ্টি, যৌতুক, পরিবার পরিকল্পনা, বৃক্ষরোপন ইত্যাদি বিষয়ে পরামশ ও সেবা ।

 

০৯। এ উপজেলায় বসবাসরত যে কোন ব্যক্তিকে এ দপ্তরের সেবা সংক্তান্ত তথ্য প্রদান করা ।

 

১০। সদস্যদের নামে  মঞ্জুরীকৃত ঋণের টাকা বিতরনের সময়ে তাহাদের হাতে হাতে  বুঝে দেওয়া এবং এদপ্তরের কোন কর্মকর্তা কর্মচারী কোন অনিয়ম করলে এবং তাহা কর্তৃপক্ষকে জানানো হলে তাহার প্রতিকারের তৎক্ষনিক ব্যবস্হা নেওয়া ।

 

১১। সমবায়ীদের জন্য সরকারী কোন সহায়তা বা তথ্য পেলে, তাহা যথা সময়ে তাহাদের নিকট পৌছে দেওয়া ।